বড়সড় রদবদল GST-তে! বড় ঘোষণা অর্থমন্ত্রীর
দেশজুড়ে মুদ্রাস্ফীতিতে নাজেহাল অর্থনৈতিক অবস্থা। মুখ থুবড়ে পড়তে বসেছিল সেন্সেক্স ও নিফটি। তারপরই শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট ট্যাক্স কমানোর কথা ঘোষণা করেন। তারপরই ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি।
এরপর আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গোয়ায় অনুষ্ঠিত ৩৭ তম জিএসটি বৈঠকে জিএসটি নিয়ে বড় রদবদলের কথা ঘোষণা করেন। শুক্রবার এই ঘোষণা করা হয়। বেশ কিছু ক্ষেত্রে জিএসটি রেট কমানোর পাশাপাশি রদবদলও আনা হয়েছে।
হোটেল ভাড়ার ক্ষেত্রে জিএসটিতে দেওয়া হয়েছে বিশাল ছাড়। হোটেলে ১০০০ টাকার নিচে রুম ভাড়া নিলে লাগবেনা কোনরকম জিএসটি। ১০০১ টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত রুম ভাড়ার ক্ষেত্রেও কমানো হল জিএসটির পরিমাণ। সে ক্ষেত্রে আগে যেখানে ১৮% জিএসটি গুনতে হতো, এখন গুনতে হবে ১২%।
হীরে সম্পর্কিত সরবরাহের ক্ষেত্রে জিএসটির হার ৫% থেকে কমিয়ে করা হলো ১.৫%।
হোটেলের বাইরে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে জিএসটিতে দেওয়া হচ্ছে ছাড়। পূর্বের ১৮% জায়গায় এখন লাগবে ৫% জিএসটি।
সামুদ্রিক জ্বালানির ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে করা হলো ৫%।
কফি জাতীয় পানীয়ের ক্ষেত্রে জিএসটি ১২% থেকে বাড়িয়ে করা হল ২৮%।
রেল ওয়াগন, রেল কোচের ক্ষেত্রে জিএসটি ৫% থেকে বাড়িয়ে করা হলো ১২%।
পলিথিন ব্যাগের ক্ষেত্রে জিএসটি বসানো হচ্ছে ১২%।
আমন্ড মিল্কের ক্ষেত্রে জিএসটি করা হচ্ছে ১৮%।
এই সকল জিএসটি রদবদল আজ ঘোষণা করা হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের পক্ষ থেকে। নতুন জিএসটি পর্যায়ে চালু হবে আগামী ১লা অক্টোবর থেকে।
ليست هناك تعليقات
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.