ডিসেম্বর জানুয়ারির মধ্যে ১৬৫০০ টেট পদে নিয়োগ, সিদ্ধান্ত রাজ্য সরকারের
প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে অবশেষে বড়সর সিদ্ধান্ত রাজ্য সরকারের। ডিসেম্বর – জানুয়ারি মাসের মধ্যেই পাশ করা টেট প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক স্কুলগুলোতে বর্তমানে মোট ১৬৫০০ শূন্যপদ রয়েছে। ২০০০০ মোট উত্তীর্ণ প্রাথীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া আগামী ডিসেম্বর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। রাজ্য সরকার জনুয়ারি মাসের মধ্যেই নিয়োগ শেষ করে ফেলতে চাইছে।
এছাড়াও নতুন টেট অর্থাৎ তৃতীয় টেট পরীক্ষার জন্য প্রায় আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে। গত দুই বছর ধরে আবেদনকারীরা অপেক্ষায় রযেছেন টেট পরীক্ষা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমন পরিস্থিতির জন্য এত সংখ্যক প্রার্থীর পরীক্ষা সম্প্রতি নেওয়া সম্ভব হচ্ছে না। তবে যতদূর সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদ অফলাইন পদ্ধতিতে টেট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে।
ليست هناك تعليقات
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.