Header Ads

ইন্ডিয়ান অয়েলে সারা দেশে ৪৮২ অ্যাপ্রেন্টিস নিয়োগ

 

indian oil apprentics

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৮২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: PL/HR/ESTB/APPR-2020. অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ৪৪, গুজরাট: ৯০, রাজস্থান: ৪৬, বিহার: ৩৬, অসম:৩১, উত্তরপ্রদেশ: ১৮, ওড়িশা: ৫১, ছত্তিশগড়: ৬, ঝাড়খণ্ড: ৩, হরিয়ানা: ৪৩, পাঞ্জাব: ১৬, দিল্লি:২১, উত্তর প্রদেশ: ২৪, উত্তরাখণ্ড: ৬, রাজস্থান: ৩, হিমাচল:৩, তামিলনাড়ু: ৩২, কর্নাটক: ৩, অন্ধ্রপ্রদেশ: ৬।
বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ঊর্ধ্বসীমা ছাড় পাবেন।
ট্রেনিংয়ের সময়সীমা: ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর-এর ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস, বাকিদের ক্ষেত্রে এক বছর।
স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের https://apprenticeshipindia.org/ পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
এরপর https://plis.indianoilpipelines.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপরোক্ত ওয়েবসাটে জানা যাবে।

No comments

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.