Header Ads

উচ্চমাধ্যমিক যোগ্যতায় রাজ্য পুলিশে ওয়্যারলেস অপারেটর নিয়োগ

 


West Bengal Police Wireless Operator, WB Police Recruitment

রাজ্য পুলিশ (WB Police Recruitment) ওয়্যারলেস অপারেটর (Police Wireless Operator) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 2021/8 (WOPR – 20) । যে-কোনো ভারতীয় নিচের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে  বিজ্ঞান শাখায় (ফিজিক্স ও অংক সহ) উচ্চ্যমাধ্যমিক বা সমতুল পাশ হভে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন: আগামী ২২ ফেব্রুয়ারি , ২০২১ থেকে আবেদন গ্রহণ শুরু হবে । চলবে ২২ মার্চ,২০২১ পর্যন্ত।  অনলাইনে ২২ মার্চ পর্যন্ত এবং ব্যাংক চালানের মাধ্যমে ২৪ মার্চ, ২০২১ তারিখের মধ্যে আবেদন (ফি পরিমাণ এখনো জানানো হয়নি) জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

West Bengal Police Wireless Operator, WB Police Recruitment

No comments

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.