ডিভিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৪০ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: PLR/JE 2023/05 Dtd. 01/05/2023.
৪ মে ২০২৩ তারিখে খবরটি সংক্ষিপ্তভাবে আমাদের পোর্টালে দেওয়া হয়েছিল আজ বিস্তারিত জানানো হচ্ছে।
শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ১০, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ১০, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিঅ্যান্ডআই): ১০, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৫, জুনিয়র ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন): ৫।
যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): তিন বছরের পূর্ণ সময়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিঅ্যান্ডআই): ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশনে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন): ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে তিন বছরের পূর্ণ সময়ের টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
সবক্ষেত্রেই ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৬ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতন: পে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা।
আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ৯১-৯৯৭১৭৮৬৮৯১/ ০৩৩-৬৬০৭ ২৫২১ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।
No comments
Note: only a member of this blog may post a comment.