ইন্ডিয়ান অয়েলে ৪২০ অ্যাপ্রেন্টিস
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিভিশন-সার্দার্ন রিজিয়নে ৪২০ জন ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/SR/APPR.2019-20.
শূন্যপদ: তামিলনাড়ু ও পণ্ডিচেরী: ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): ৫১ (অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৯, ওবিসি ১৩)। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ৬৪ (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১২, ওবিসি ১৭)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ৬৪ (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১২, ওবিসি ১৭)।
কর্নাটক: ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): ২৩ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬)। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ২৯ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ২৯ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)।
কেরালা: ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): ১৬ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ১, ওবিসি ৪)। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ২০ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ২, ওবিসি ৫)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ২০ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ২, ওবিসি ৫)।
তেলেঙ্গানা: ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): ১৪ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, ওবিসি ৩)। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ১৭ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ১৭ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)।
অন্ধ্রপ্রদেশ: ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): ১৬ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)।
যোগ্যতা: টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস: ম্যাট্রিকুলেশন সঙ্গে ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট ট্রেডে দু বছরের পূর্ণ সময়ের আইটিআই।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৪৫ শতাংশ নম্বর) যে-কোনো শাখায় স্নাতক।
বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: https://www.iocl.com/peoplecareers/job.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত লিঙ্ক থেকে।
Thank you....now click herte
ReplyDelete