Breaking Newz: রেলে ১৪০৩৩ ইঞ্জিনিয়ার
Breaking
Newz: রেলে ১৪০৩৩ ইঞ্জিনিয়ার
পূর্ব, দক্ষিণ-পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল সহ সারা দেশের রেলপথগুলিতে ১৪০৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার(ইনফরমেশন টেকনালজি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করাহবে। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: ০৩/২০১৮। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়িইত্যাদি সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি মিলিতভাবে। গত ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখ আমাদের পোর্টালে খবরটিবেরিয়েছিল ), আজ আরও বিস্তারিতভাবে কিছু তথ্য জানানো হল।
শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৩০৩৪। ক্রমিক সংখ্যা ২: জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশনটেকনোলজি): ৪৯। ক্রমিক সংখ্যা ৩: ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট: ৪৫৬। ক্রমিক সংখ্যা ৪: কেমিক্যাল অ্যান্ডমেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৪৯৪।
আরআরবি কলকাতার শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ১৫১৯। ক্যাটেগরি ১: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ব্রিজ (সাউথ ইস্টার্নরেলওয়ে): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ক্যাটেগরি ২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল/ ডিজাইন অ্যান্ড এস্টিমেশন (ইস্টার্নরেলওয়ে): ২২ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদেরজন্য সংরক্ষিত। ক্যাটেগরি ২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন (সাউথ ইস্টার্ন রেলওয়ে): শূন্যপদ২৮ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মী ও ২টি শারীরিকপ্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ পিওয়ে (ইস্টার্ন রেলওয়ে): ১২৩ (অসংরক্ষিত ৫৯, তপশিলিজাতি ১৭, তপশিলি উপজাতি ১০, ওবিসি ৩৭)। এইসবের মধ্যে ১৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ৩:জুনিয়র ইঞ্জিনিয়ার (মেট্রো): ২ (অসংরক্ষিত)। ক্যাটেগরি নম্বর ৩: জুনিয়র ইঞ্জিনিয়ার পিওয়ে (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৪২(অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৬, তপশিলি জাতি ৩, ওবিসি ১০)। এইসবের মধ্যে ৫টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।ক্যাটেগরি নম্বর ৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন (সিএলডব্লু): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলিজাতি ১, তপশিলি উপজাতি ২)। ক্যাটেগরি নম্বর ৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ওয়ার্কস (সিএলডব্লু): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলিজাতি ১, ওবিসি ২)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি নম্বর ১২: জুনিয়র ইঞ্জিনিয়ারি/ওয়ার্কস (ইস্টার্ন রেলওয়ে): শূন্যপদ ৩৮ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১০)। এইসবের মধ্যে৪টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ১২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ওয়ার্কস (মেট্রো): ৩(অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্যাটেগরি ১২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ওয়ার্কস (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৫৮(অসংরক্ষিত ২৯, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৭)। ক্যাটেগরি ১৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল/ ওয়ার্কশপ(সাউথ ইস্টার্ন রেলওয়ে): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, ওবিসি ৩)। ক্যাটেগরি ১৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ট্র্যাক মেশিন(ইল্টার্ন রেলওয়ে): ৩১ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)। ক্যাটেগরি ১৪: জুনিয়রইঞ্জিনিয়ার/ ট্র্যাক মেশিন (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৬৯ (অসংরক্ষিত ৩৬, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫, ওবিসি১৮)। এইসবের মধ্যে ৭টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ১৫: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ক্যারেজ অ্যান্ড ওয়াগন (ইস্টার্ন রেলওয়ে): ৮৩ (অসংরক্ষিত ৪৩, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫, ওবিসি ২৪)। ক্যাটেগরি ১৫: জুনিয়রইঞ্জিনিয়ার/ক্যারেজ অ্যান্ড ওয়াগন (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ২৮ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২,ওবিসি ৭)। ক্যাটেগরি ১৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন (ইস্টার্ন রেলওয়ে): ৩(অসংরক্ষিত ২, ওবিসি ১)। ক্যাটেগরি ১৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন (সাউথ ইস্টার্নরেলওয়ে): ৮ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্যাটেগরি ১৭: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেলমেকানিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবিসি ৫)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্যসংরক্ষিত। ক্যাটেগরি ১৭: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেল মেকানিক্যাল (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ১৬ (অসংরক্ষিত ৯, তপশিলিজাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ক্যাটেগরি ১৮: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল/ পাওয়ার (ইস্টার্ন রেলওয়ে): ২(অসংরক্ষিত)। ক্যাটেগরি ১৯: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজাইন/ মেকানিক্যাল (সিএলডব্লু): ১৯ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪,তপশিলি উপজাতি ৪, ওবিসি ২)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি৩৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেল মেকানিক্যাল/ ওয়ার্কশপ (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৭ (অসংরক্ষিত ৬, ওবিসি ১)। ক্যাটগেরি৩৭: জুনিয়র ইঞ্জিনিয়ার/ জিগ অ্যান্ড টুল (ইস্টার্ন রেলওয়ে): ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ৫)। এইসবের মধ্যে ১টি প্রাক্তনসেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৩৮: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): ২৪৭ (অসংরক্ষিত ১১৪,তপশিলি জাতি ৪১, তপশিলি উপজাতি ১৮, ওবিসি ৭৪)। এইসবের মধ্যে ২৫টি প্রাক্তন সেনাকর্মী ও ১৩টি শারীরিক প্রতিবন্ধীদেরজন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৩৮: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ১৪৫ (অসংরক্ষিত ৭৫, তপশিলিজাতি ২২, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৩৯)। এইসবের মধ্যে ১৪টি প্রাক্তন সেনাকর্মী ও ৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্যসংরক্ষিত। ক্যাটেগরি ৪০: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেল ইলেক্ট্রিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): ৮ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩)। এইসবেরমধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেল ইলেক্ট্রিক্যাল (সাউথ ইস্টার্নরেলওয়ে): ৪ (অসংরক্ষিত)। ক্যাটেগরি ৪১: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপ (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৬(অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্যাটেগরি ৪২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন(ইস্টার্ন রেলওয়ে): ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১)। ক্যাটেগরি ৪২: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ ডিজাইন ড্রয়িং অ্যান্ডএস্টিমেশন (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এইসবের মধ্যে১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৪৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ ইএমইউ (ইস্টার্ন রেলওয়ে): ১৬(অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিকপ্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৪৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ জেনারেল সার্ভিসেস (ইস্টার্ন রেলওয়ে): ৩৮(অসংরক্ষিত ২২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৫)। এইসবের মধ্যে ৪টি প্রাক্তন সেনাকর্মী ও ২টি শারীরিকপ্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৪৫: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ডিজাইন/ ইলেক্ট্রিক্যাল (সিএলডব্লু): ২৬ (অসংরক্ষিত ১৪,তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্যসংরক্ষিত। ক্যাটেগরি ৪৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল (সিএলডব্লু): ৫৪ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ৮, তপশিলিউপজাতি ৪, ওবিসি ১৫)। এইসবের মধ্যে ৫টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৫৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ইলেক্ট্রিক্যাল/ টিআরডি (ইস্টার্ন রেলওয়ে): ৩ (অসংরক্ষিত)। ক্যাটেগরি ৫৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ টিআরডি (সাউথইস্টার্ন রেলওয়ে): ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। এইসবের মধ্যে ২টি প্রাক্তনসেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৫৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল/ টিআরএস (মেট্রো): ১০ (অসংরক্ষিত ৭, ওবিসি৩)। ক্যাটেগরি ৫৫: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল (ইস্টার্ন রেলওয়ে): ২৫ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ২, তপশিলিউপজাতি ১, ওবিসি ৮)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মী ও ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৫৫:জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যা (সাউথ ইস্টার্ন রেলওয়ে): ৮ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি৫)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৫৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ এসঅ্যান্ডটি ডিজাইন ড্রয়িংঅ্যান্ড এস্টিমেশন (সাউথ ইস্টার্ন রেলওয়ে):৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। এইসবেরমধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৬৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ এসঅ্যান্ডটি/ সিগন্যাল (ইস্টার্ন রেলওয়ে):২৯ (অসংরক্ষিত ১৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৫)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্যসংরক্ষিত। ক্যাটেগরি ৬৯: কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিএলডব্লু): ৩ (অসংরক্ষিত ২, তপশিলি উপজাতি১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৬৯: কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট(ইস্টার্ন রেলওয়ে): ৩৩ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৯)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তনসেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ক্যাটেগরি ৬৯: কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সাউথইস্টার্ন রেলওয়ে): ৩২ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৮)। এইসবের মধ্যে ১টি শারীরিকপ্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। অন্যান্য আরআরবি-র শূন্যপদের বিন্যাস সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে।
বেতনক্রম: শুরুর মূল বেতন ৩৫৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে।
যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা।
ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট: যে-কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ ডিগ্রি।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পিজিডিসিএ/ বিএসসি(কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/ বিটেক (ইনফরমেশন টেকনোলজি)/ বিটেক (কম্পিউটার সায়েন্স)/ ডোয়েকের ‘বি’ লেভেলকোর্স তিন বছরের সময়সীমার বা সমতুল।
কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স ও কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখায় ব্যাচেলরডিগ্রি।
ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলির সমতুল হিসাবে গ্রাহ্য হবে তা জানা যাবে নিচের ওয়েবসাইটে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক দু-স্তর পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।উপযুক্ত ডাক্তারি মানও থাকা দরকার।
পরীক্ষার ফি: ৫০০ টাকা। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্টে বসলে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে) ফেরত দেওয়া হবে।তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ওমহিলা প্রার্থীদের ফি ২৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে)। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট দিলে তাঁদের ওই ২৫০ টাকাই ফেরতদেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত। আরও বিস্তারিত তথ্যাবলিওজানা যাবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবাসাইটে।
Weldone vai, very helpful content
ReplyDeleteThanks for support me
Delete