Header Ads

রেলের দেড় লক্ষ পদে নিয়োগের পরীক্ষা শুরু ১৫ ডিসেম্বর

Rail, Railway Exam, RRB, RRB Kolkata
রেলের রিক্রুটমেন্ট সেলগুলির বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় দেড় লক্ষ তরুণ-তরুণী নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছে। মোট ১,৪০,৬৪০টি পদের জন্য দরখাস্ত পড়েছে প্রায় আড়াই কোটি (২.৪০)। শূন্যপদগুলির মধ্যে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি- গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি) ৩৫,২০৮, বিচ্ছিন্ন ও মন্ত্রক পর্যায়ের (আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল ক্যাটেগরি) ১,৬৬৩ ও গ্রুপ=ডি অর্থাৎ লেভেল-১ (ট্র্যাক মেন্টেনার, পয়েন্টসম্যান, হেল্পার, পোর্টার ইত্যাদি) ১,০৩,৭৬৯। এই সব পদের জন্য জমা পড়া দরখাস্ত প্রক্রিয়াকরণ বা প্রোসেসিংযের কাজও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কোভিডের দেশব্যাপী সংক্রমণ এবং লকডাউনের ফলে পরবর্তী কর্মসূচিগুলি আটকে পড়ে। এখন ঠিক হয়েছে, এই সব পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) ধাপে-ধাপে নেওয়া হবে, প্রথম ধাপের পরীক্ষা হবে আগামী ১৫ ডিসেম্বরে। কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির স্বাস্থ্যবিধি (মাস্ক, সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন ইত্যাদি) মেনে পরীক্ষা নিতে যেভাবে জেইই, আইআইটি, নীট তৈরি হচ্ছে বা হয়েছে, সেভাবেই রেল এই পরীক্ষা নেবে।
রেলমন্ত্রকের গত ৫ তারিখে প্রেস ইনফর্মেশন ব্যুরোর মাধ্যমে প্রচারিত এই ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1651634
RRB Exam, RRB NTPC Exam, RRB Exam Dates

No comments

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.